ভবিষ্যত পরিকল্পনা:
* ৪০টি সমবায় সমিতির নিবন্ধনসহ ২০টি সমিতিকে উৎপাদনের আওতায় আনা এবং ০৮টি মডেল সমবায় সমিতি গঠন।
* ১৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
* ৩৪০ জন সমবায়ীর স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
* ৩৮০ জন সমবায়ীকে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা।
*৯০% সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা নিরীক্ষিত সমবায় সমিতির মধ্যে ৯০% এর সমিতির এজিএম আয়োজন করা, নিরীক্ষা বর্ষের আরম্ভের পুর্বে ৫০% সমবায় সমিতির হিসাব বিবরণী প্রাপ্তি নিশ্চিতকরণ।
* ৪০টি সমবায় সমিতি পরিদর্শন এবং ৩১ মার্চ-২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে ৬৭ টি সমিতির নিরীক্ষা সম্পাদন।
পরিকল্পনা বাস্তাবায়নের লক্ষ্যে করনীয়:
সমবায়ের সংখ্যা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য অবসায়নে ন্যাস্ত সমবায়ের অবসায়ন কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা, ই-রেজিষ্ট্রেশন কর্যক্রম চালু এবং ই-সার্ভিসের আওতায় বিদ্যমান সমবায়গুলির প্রোফাইল ব্যবস্থাপনার জন্য অনলাইনে রিরেজিষ্ট্রিশন কার্যক্রম চালু করা । আগামী অর্থ বছরের অনতম প্রধান লক্ষ্য। সেজন্য অকর্যকর হয়ে পড়া সমবায়কে পূনকার্যকর করার পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি উপজেলাধীন সুনির্দিষ্ট সংখ্যক সমিতি চিহ্নিত করে উৎপাদনমুখী সমিতিতে রুপান্তর করার উদ্যোগ বাস্তাবয়ন করা হবে। উদ্ভাবণী উদ্যোগের মাধ্যমে উপজেলা সমবায় কার্যালয়ের নাগরিক সেবা সহজ করা, ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা প্রদানের মাধ্যমে দেশীয় উৎপাদন দৃদ্ধি এবং উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তদের নিকট সুলভ মূল্যে পৌছে দেয়ার লক্স্যে সমবায় পণ্যের ব্রাল্ডিং, বাজারজাতকরণে সহায়তা করা হবে। এছাড়া সমবায়ের মাধ্যমে বৃ-তাত্ত্বিক জনগোষ্ঠি, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠি ও মহিলাদের সরাসরি ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ও আর্থিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য প্রকল্প/ কর্মসূুচি গ্রহণে সমবায় অধিদপ্তরে প্রকল্প/কর্মসূচি প্রস্তাব প্রেরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস