Wellcome to National Portal
Main Comtent Skiped

সেবার তালিকা

১। আমরা ২৯ প্রকার সমবায় সমিতি গঠনের মাধ্যমে অত্র উপজেলার সমবায় সমিতির সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র    

    পুজি একত্রিত করে তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে থাকি।

২। বিশেষ করে মৎস্যজীবী সমবায় সমিতি গঠনের মাধ্যমে এলাকার জলাশয় গুলো উন্নত পদ্ধিতিতে মাছ     

     চাষ করে একদিকে যেমন তারা নিজেরা সাবলম্বি হয় অন্য দিকে দেশের আমিষের চাহিদা পূরণ করে।

৩। সমবায় সমিতির সৃষ্ট নীট লাভের মধ্য থেকে প্রতি বছর সদস্যদের মধ্যে ৭০% লভ্যাংশ বিতরণের নিয়ম

     আছে।